সালোকসংশ্লেষ ও শ্বসন

Show Important Question


21) ADP ও pi-এর বিক্রিয়ায় ATP তৈরি হওয়াকে বলে—
A) কার্বক্সিলেশান
B) ডি-কার্বক্সিলেসান
C) ফসফোরাইলেসান
D) ডি-ফসফোরাইলেসান

22) এনার্জি কারেন্সি কাকে বলে?
A) GTP
B) NADP
C) AMP
D) ATP

23) সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ
A) সূর্যশিশির
B) কলসপত্রী
C) স্বর্ণলতা
D) কোনটি নয়

24) সক্রিয় ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+ ও OH-আয়নে পরিণত হওয়াকে বলে—
A) হাইড্রোলাইসিস
B) ফটোলাইসিস
C) গ্লাইকোলাইসিস
D) ক্রেসচক্র

25) সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী
A) ইউগ্লিনা
B) স্পঞ্জ
C) প্রবাল
D) কোনোটিই নয়

26) সালোকসংশ্লেষীয় একক—
A) অক্সিজোম
B) কোয়ান্টোজোম
C) স্ফিরোজোম
D) ক্লোরোফিল

27) ফটোসিন্থেসিস কথাটির প্রবক্তা হলেন—
A) বার্নেস
B) কেলভিন
C) ব্ল্যাকমেন
D) এমারসন

28) সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হল—
A) CO2
B) H2O
C) NO2
D) SO2

29) E.M.P. পথ কাকে বলে?
A) গ্লাইকোলিসিস
B) ক্রেসচক্র
C) অবাতশ্বসন
D) সবাতশ্বসন

30) গাছের পাতার রং সবুজ হয় যার উপস্থিতির কারণে:
A) প্রোটিন
B) ক্লোরোফিল
C) লিপিড
D) কোনটিই নয়

31) কাঁকড়াবিছের শ্বাসযন্ত্রের নাম কি ?
A) গিল
B) ট্রকিয়া
C) ফুলসফুস
D) বুকলাঙ

32) সালোকসংশ্লেষের সময় কি কি পদার্থ গঠিত হয়?
A) শ্বেতসার এবং অক্সিজেন
B) গ্লকোজ, জল এবং অক্সিজেন
C) শ্বেতসার ,জল এবং অক্সিজেন
D) গ্লকোজ এবং অক্সিজেন

33) পেশিকোশে অবাত শ্বসনের ফলে নিচের কোনটি উৎপন্ন হয়?
A) ল্যাকটিক অ্যাসিড
B) ইথাইল অ্যালকোহল
C) অ্যাসিটিক অ্যাসিড
D) হাইড্রোক্লোরিক অ্যাসিড

34) ফড়িং এর শ্বাস অঙ্গ কোনটি?
A) চর্ম
B) ফুলকা
C) শ্বাসনালী
D) ফুসফুস

35) ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ ?
A) কেঁচো
B) টিকটিকি
C) আরশোলা
D) মাছ

36) সালোকসংশ্লেষ একটি কী প্রক্রিয়া?
A) অন্তঃসংযোজন প্রক্রিয়া
B) উপচিতি প্রক্রিয়া
C) বহিঃসংযোজন প্রক্রিয়া
D) অপচিতি প্রক্রিয়া

37) সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম কি ?
A) ক্রাইস্যামিবা
B) ভল বক্স
C) অ্যামিবা
D) এন্টামিবা

38) পায়রার বায়ুথলির সংখ্যা হল
A) ৪ জোড়া
B) ৪ টি
C) 9 জোড়া
D) 9 টি

39) ক্লোরোফিলে কী থাকে?
A) ক্যালশিয়াম
B) ম্যাগনেশিয়াম
C) লোহা
D) তামা

40) মানুষের শ্বাসহার প্রতি মিনিটে কত বার?
A) 12-14 বার
B) 14-18 বার
C) 18-22 বার
D) 22-26 বার